করোনা সচেতনতায় শৈলকুপায় সাংবাদিক পুলিশ ব্যাতিক্রমী উদ্যোগ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের উদ্যোগে ও মানবাধিকার কর্মী ও সমাজ সেবক শাহিবুল ইসলাম (এশিয়া)”র সহযোগিতায় জনগনের মাঝে অতীমারি করোনা সম্পর্কে সচেতনতা তৈরীর এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে। শনিবার সাপ্তাহিক হাটের দিন সাধারণ জনগনের মাঝে করোনার ছোবল থেকে বাঁচতে ও সুরক্ষা পেতে কি কি করণীয় সে বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। এ ছাড়াও মাস্ক বাদে হাটে আগত জনসাধারণ কে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক ছাড়া বাইরে বের না হতে অনুরোধ করা হয়। প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশের নেতৃত্বে এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শৈলকুপা থানার এস আই আমিরুজ্জামান ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উপজেলার পুলিশ ও সাংবাদিকদের শত ব্যাস্ততার পাশাপাশি এ ধরনের উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
No comments