ঝিনাইদহে আরও একটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে ঝিনাইদহের আরাপপুরে বিট পুলিশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুর এতিমখানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় থাকবে।
বক্তারা বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশী সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।
No comments