কোটচাঁদপুরে এলাঙ্গী ইউনিয়নে বঙ্গবন্ধু সৈনিকলীগের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন।
মো: রোকনুজ্জামান (ঝিনাইদহ ) কোটচাঁদপুর থেকে - ঝিনাইদহের কোটচাঁদপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলার ৫ নং (এলাঙ্গী) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (গুড়পাড়া ) ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ১৮ জুলাই উপজেলার বঙ্গবন্ধু সৈনিকলীগের শাখা অফিসে এই কমিটি গঠিত হয়। এ সময় যুগ্ম-আহব্বায়ক মো: আসাদুল ইসলামের পরিচালনায় (সভাপতি) পদ গ্রহণ করেন মো: শওকত আলী অঙ্কুর, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক নাজিম হোসেন সহ (২১) সদস্য পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
No comments