কালীগঞ্জে আওয়ামী-সেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী-সেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার রাতে শহরের ভূষণ রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এসময় সেচ্ছাসেবকলীগের আহবায়ক আলী হোসেন অপুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন, আহবায়ক কমিটির সদস্য বাবলুর রহমান, আক্তারুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ। এসময় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments