ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে তাদের মৃত্যু হয়। শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে বড়বাড়ি বগুড়া গ্রামের মৃত আব্দুর রকিবের স্ত্রী বিলকিস রকিব নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ শহরের টি এন্ড টি পাড়ায় সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে তাজুল ইসলাম মারা গেছেন। এছাড়াও শহরের এইচ এস এস সড়কের থানা পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলামের স্ত্রী শিরীন সুলতানা পলি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানার ছোট বোন। এদিকে শহরের আদর্শপাড়ার নওশের আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসি এ কে এম মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত দুই দিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ ও আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণ তাদের দাফন সম্পন্ন করেন।

No comments

Powered by Blogger.