হরিনাকুন্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে চাকু মেরে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভবানিপুর বাজারে মিলন আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে চাকু মেরে হত্যা করেছে প্রতিপক্ষ এক যুবক। সোমবার সন্ধায় ভবানিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিলন আহমেদ ওই উপজেলার খলিশাকুন্ডু গ্রামের ইছাহাক আলীর ছেলে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ৪ বছর পূর্বে ইবি থানাধীন বলরামপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েলের সাথে হরিনাকুন্ডু উপজেলার খলিশাকন্ডু গ্রামের মিলনের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সোমবার সন্ধায় ভবানিপুর বাজারে একটি মিষ্টির দোকানের সামনে মিলনকে চাকু মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
No comments