করোনায় মৃত হিন্দু ব্যক্তির সৎকার করলো ইমাম পরিষদের সদস্যরা
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকার করেছে ইমাম পরিষদের সদস্যরা। তিনি আড়পাড়ার সনাতন ধর্মের অনুসারী বিমল মল্লিক আজ দুপুরে তিনি মারাযান। তার সৎকার করতে বিকাল পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। এরপর কালীগঞ্জের ঈমাম পরিষদের ঈমাম রুহুল আমিন সৌরভ, হেদায়েত উল্লাহসহ আরও দুই জন ইমাম তার সৎকার সম্পন্ন করেন।
No comments