ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় আটক-১
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় গোলাম রসুল (২৫) নামে একজন জনতার হাতে আটক হয়েছে। বুধবার সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত বিশারত নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ইজিবাইক চালক সোহান বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার জসাই গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে ঝিনাইদহ কোরাপাড়া এলাকায় নানা বাড়ি থাকেন। আটককৃত গোলাম রসুল ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের চান আলীর ছেলে। পালিয়ে যাওয়া অন্য আসামি ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের বিশারত আলী।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার দিনে ঝিনাইদহ এইস এস এস সড়ক (ওয়াজির আলী স্কুলের পূর্ব পাশে) অবস্থিত মৃত হাফিজুর রহমানের ছেলে মুকুল জোয়ারদারের কাছ থেকে দিনে ৪ শত টাকা ভাড়া নিয়ে শহর সহ আশপাশের এলাকায় ইজিবাইক চালাতে থাকে সোহান। আসামী দু'জন দুপুর ৩ টার দিকে শহর কেন্দ্রিক লাউদিয়া থেকে গোয়াল পাড়া বাজারে যাওয়ার কথা বলে সোহানের ইজিবাইকে ওঠে। এরপর আসামি গোলাম রসুল ও বিশারত বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধা ৭টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর হাইস্কুলের দক্ষিনে পাকা রাস্তার উপর গেলে আসামি বিশারত হঠাৎ তার মুখ চেপে ইজি বাইকের চাবি নিয়ে নেয়। এ সময় ইজিবাইক চালক সোহান আসামি বিশারতের হাতে কামড় দিলে সে হাত সরিয়ে নেয়। এরপর ইজিবাইক চালক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।
এ সময় আসামি দু'জন পালাতে গেলে পবহাটি কলা হাটার সামনে থেকে গোলাম রসুলকে এলাকাবাসী ধরে ফেলে এবং সাথে থাকা অন্য আসামি বিশারত পালিয়ে যায়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
No comments