ঝিনাইদহের র‌্যাবের অভিযান॥ ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুহুল কুদ্দুস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল কুদ্দুস সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে।
র‌্যাব সূত্রে জানাগেছে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল তেঁতুলতলায় অভিযান চালায়। সে সময় আটককৃত মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুসের কাছ ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি মোবাইল সেট, ০৭ টি সীম কার্ড এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, র‌্যাব অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

No comments

Powered by Blogger.