কোটচাঁদপুরে খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন।
রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর খাদ্যগুদামে (২০২০) চাল সংগ্রহ উদ্বোধন হয়েছে। ৪ জুন উদ্বোধনের সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ (৩) আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি,উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী। উদ্বোধনের সময় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন বলেন, আমরা জানি যে সরকারি নির্দেশনা মোতাবেক যে লক্ষ মাত্রা দেওয়া হয়েছে, সে লক্ষ মাত্রা অনুযায়ী অবশ্যই ধান,চাল সংগ্রহ করতে হবে। খাদ্যগুদামে যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে আমাদের দুর্যোগ কালিন যে চিন্তা থাকে সেটা অনেকটা দুর হবে। করোনা ভাইরাসের সংক্রাম সময়ে প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা মানুষের মাঝে যে খাদ্য সরবরাহ করলাম ,তা যদি খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য না থাকতো তাহলে এই সময়টা আমরা পার করতে পারতাম না। আমরা মানুষকে খাদ্য দিতে পেরেছি শুধু খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য ছিলো বলে। তাই খাদ্যগুদামে আমাদের সব সময় খাদ্য মজুদ রাখতে হবে।
পরে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন। এবং প্রধানমন্ত্রী যে ৩১ দফা নির্দেশনা দিয়েছে তা মেনে চলার অনুরোধ যানান।
পরে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন। এবং প্রধানমন্ত্রী যে ৩১ দফা নির্দেশনা দিয়েছে তা মেনে চলার অনুরোধ যানান।
No comments