ঝিনাইদহে সাপের দংশনে কলেজ ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার বাঁইশেরদাইড় গ্রামে বিষধর সাপের দংশনে সোহেল রানা (২০) নামে এক ছাত্র মারা গেছেন। রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের ছাত্র রানা বাঁইশেরদাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ইউপি মেম্বর আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের বেড়াশুলা মোড়ের মাঠে তিনি পুকুর পাহারা দিতে যান। এ সময় তাকে বিষধর সাপে দংশন করলেও তিনি বুঝতে পারেননি। রাত ৩টার দিকে বাড়িতে এসে শোবার পর যন্ত্রনা শুরু হয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় খোকন কবিরাজের কাছে নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঝাড়ফুক করে। অবস্থার অবনতি ঘটলে প্রথমে রানাকে ঝিনাইদহ ও পরে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরিঘাটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোহালে রানা।
ঝিনাইদহ সদর উপজেলার বাঁইশেরদাইড় গ্রামে বিষধর সাপের দংশনে সোহেল রানা (২০) নামে এক ছাত্র মারা গেছেন। রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের ছাত্র রানা বাঁইশেরদাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ইউপি মেম্বর আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের বেড়াশুলা মোড়ের মাঠে তিনি পুকুর পাহারা দিতে যান। এ সময় তাকে বিষধর সাপে দংশন করলেও তিনি বুঝতে পারেননি। রাত ৩টার দিকে বাড়িতে এসে শোবার পর যন্ত্রনা শুরু হয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় খোকন কবিরাজের কাছে নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঝাড়ফুক করে। অবস্থার অবনতি ঘটলে প্রথমে রানাকে ঝিনাইদহ ও পরে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরিঘাটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোহালে রানা।
No comments