কালীগঞ্জে প্রতিবন্ধীর দোকানে চুরি
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় বাবলু রহমান নামে এক শারিরীক প্রতিবন্ধীর দোকানে চুরি হয়েছে ।
বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। প্রতিবন্ধী বাবলু রহমান কালীগঞ্জ পৌর এলাকার খয়ের তলা গ্রামের আলী আকবরের ছেলে।
এ বিষয়ে বাবলু রহমান জানান,করোনা ভাইরাসের কারোনে দোকনে আসা হয়না । শুক্রবার সকালে দোকানে এসে দেখি এক পাশের তালা ভাঙ্গা । এরপর দোকানের শাটার খুলে দেখি দোকানে থাকা ২৫ হাজার টাকা ও ৫০/৬০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন দামি পণ্য নিয়ে গেচে চুরি করে।
সংবাদ পেয়ে প্রতিবন্ধী বাবলুর দোকানটি পরির্দশন করেন কালীগঞ্জ থানার ওসি মুহা:মাহাফুজুর রহমান মিয়া । তিনি জানান চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় বাবলু রহমান নামে এক শারিরীক প্রতিবন্ধীর দোকানে চুরি হয়েছে ।
বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। প্রতিবন্ধী বাবলু রহমান কালীগঞ্জ পৌর এলাকার খয়ের তলা গ্রামের আলী আকবরের ছেলে।
এ বিষয়ে বাবলু রহমান জানান,করোনা ভাইরাসের কারোনে দোকনে আসা হয়না । শুক্রবার সকালে দোকানে এসে দেখি এক পাশের তালা ভাঙ্গা । এরপর দোকানের শাটার খুলে দেখি দোকানে থাকা ২৫ হাজার টাকা ও ৫০/৬০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন দামি পণ্য নিয়ে গেচে চুরি করে।
সংবাদ পেয়ে প্রতিবন্ধী বাবলুর দোকানটি পরির্দশন করেন কালীগঞ্জ থানার ওসি মুহা:মাহাফুজুর রহমান মিয়া । তিনি জানান চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে।
No comments