ঝিনাইদহে গরীব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ
ঝিনাইদহ প্রতিনিধি-
করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় ঝিনাইদহে এক গরীব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পৌর ছোটভুটিয়ার গাতি গ্রামের কৃষক মিঠু কাজির ধান কেটে দেন তারা।
সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালের নেতৃত্বে প্রায় ২৫ জন নেতাকর্মী ধান কেটে জমিতে রেখেন আসেন। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তা শুকালে বাড়িতে নিয়ে মাড়াইয়ের জন্য কৃষককের আর্থিক সহযোগিতাও করেন তারা।
এতে খুশি হয়ে কৃষক মিঠু কাজী বলেন বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। স্বেচ্ছাসেবক লীগ এসে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল বলেন, করোনায় ঝিনাইদহ জেলায় শ্রমিক সস্কট দেখা দেওয়ায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সঙ্কট, সেখানেই নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে কৃষকদের ধান কেটে দেওয়া হবে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় ঝিনাইদহে এক গরীব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পৌর ছোটভুটিয়ার গাতি গ্রামের কৃষক মিঠু কাজির ধান কেটে দেন তারা।
সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালের নেতৃত্বে প্রায় ২৫ জন নেতাকর্মী ধান কেটে জমিতে রেখেন আসেন। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তা শুকালে বাড়িতে নিয়ে মাড়াইয়ের জন্য কৃষককের আর্থিক সহযোগিতাও করেন তারা।
এতে খুশি হয়ে কৃষক মিঠু কাজী বলেন বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। স্বেচ্ছাসেবক লীগ এসে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল বলেন, করোনায় ঝিনাইদহ জেলায় শ্রমিক সস্কট দেখা দেওয়ায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সঙ্কট, সেখানেই নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে কৃষকদের ধান কেটে দেওয়া হবে বলেও জানান তিনি।
No comments