ঝিনাইদহে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ট্রাক চাপায় আকবর আলী (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার জানান, সকালে চুয়াডাঙ্গার জীবননগর থেকে মাছ ব্যবসায়ী আকবর আলী নসিমন যোগে ঝিনাইদহে আসছিল। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে আকবর আলী নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নসিমন চালক রুহুল আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রুহুল আমিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



No comments

Powered by Blogger.