কালীগঞ্জে বিনামূল্যে ২শত কৃষকদের বীজ ও সার বিতরণ করলেন-এমপি আনার




স্টাফ রিপোর্টার-করোনা ভাইরাসের কারণে ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা,ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশ শেখর বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, প্রমূখ।

No comments

Powered by Blogger.