কল পেয়েই অসহায়দের জন্য ত্রাণ নিয়ে হাজির ইবি ছাত্রলীগ

বিপ্লব খন্দকার, ইবি:-
কল পেয়েই নিজেকে আর গৃহবন্ধী করে রাখতে পারলেন না ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শহর কুষ্টিয়া মেডিকেলর আশপাশে বস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ২০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
জানা যায়, সাম্প্রতিক করোনা ভাইরাস এর থাবায় সারা বিশ্ব স্তব্ধ। যার ফলে দেশে দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছে। ফলে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। বিশেষ কর রেল লাইন ও বস্তি এলাকার আশপাশে অবস্থান করা দরিদ্র মানুষগুলা অনাহারে দিন পার করছে। যদের একদিন কাজ না করলে অনাহারে দিন পার করতে হয়। এসকল মানুষের মুখে হাঁসি ফোঁটাতে রাবিক তার নিজস্ব অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে চাউল,ডাউল, তৈল এসকল খাদ্য বিতরণ করেন।
ইবি শাখা ছাত্রলীগ সম্পাদক রাকিব বলেন, ছাত্রলীগ সবসময় জাতীয় দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং ছাত্রলীগের প্রতি মানুষের প্রত্যশাও অনেক। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

No comments

Powered by Blogger.