হরিণাকুন্ডুতে কৃষকের চার‘শ কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

এম এ কবীর,ঝিনাইদহ -
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাশিয়াডাঙ্গা রঘুনাথপুূর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে শাহীন আলী নামের কৃষকের আড়াই বিঘা জমিতে লাগানো কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এঘটনায় শুক্রবার কাশিয়াডাঙ্গা গ্রামের সরাফত হোসেনের ছেলে শাহীন আলী হরিণাকুন্ডু থানায় লিখিত অভিযোগ করেছে । ক্ষতিগ্রস্ত কৃষক শাহীন জানায় বেলতলার দাড়ী নামক মাঠে তার নিজের আড়াই বিঘা জমিতে লাগানো চার শত মুড়ি কলাগাছ বৃহস্পতিবার শত্রুতা করে কেটে দিয়েছে মানিক। এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।
এবিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে চরপাড়া পুলিশ ক্যাম্পের আইসি কে তদন্তের জন্যে দিয়েছি , তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



No comments

Powered by Blogger.