ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আবাসনের বাসিন্দাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা যুব লীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা। এসময় ওই এলাকার ৫ শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা তাদের মাঝে খাবার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুস সবুর খান, মনিরুজ্জামান, ইখতিয়ার উদ্দিন, তিতু মুন্সী, লিখন হোসেন, নাজমুল হোসেন, রতন মিয়া, মারুফ মেম্বর, মনিরুল মেম্বরসহ অন্যান্যরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।



No comments

Powered by Blogger.