ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাবা ,মেয়ে নিহত, আহত-২


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় গ্রামীন ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)  নিহত হয়েছে। আহত হয়েছে  নিহত সেলিম রেজার  স্ত্রী ও ছেলে। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীন ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা সকালে মোটর সাইকেল যোগে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ৪জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করে। আহত সেলিম রেজার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সময় পথি মধ্যেমারাযায়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। 

No comments

Powered by Blogger.