ঝিনাইদহে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য’র মৃত্যু, বাড়ী লকডাউন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদকে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য’র মৃত্যু হয়েছে। করোনার সন্দেহ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও বাড়ীটি এবং ওই বাড়ী যাওয়ার রাস্তাটি লক ডাউন করে দিয়েছেন প্রশাসন।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, কোটচাঁদপুর উপজেলা শহরের গালর্স স্কুল সড়কের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দীর্ঘ দিন ধরে 
ডাইবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। দুই সপ্তাহ আগে তিনি ফরিদপুরে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়দিন তিনি জ্বরে ভুগছিলেন। সেই সাথে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শুক্রবার রাতে তার প্রতিবেশীদের কাছে অসুস্থ্তার সংবাদ পেয়ে স্বাস্থ্য কর্মীরা রাতেই তার বাড়ীতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি বাড়িতে থেকেই চিকিৎসার কথা বলেন। পরবর্তীতে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।






No comments

Powered by Blogger.