কোটচাঁদপুরে লাঠি দিয়ে নয় মানুষকে বুঝিয়ে কোয়ারেন্টাইনে রাখছে পুলিশ।
রোকনুজ্জামান কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে - ঝিনাইদহের কোটচাঁদপুরে সাধারণ মানুষকে লাঠি দিয়ে নয় তাদেরকে বুঝিয়ে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন পুলিশ সদস্যরা। কোটচাঁদপুর মডেল থানার আফিসার ইনচার্জ থেকে শুরু করে উপজেলার সব ফারির এস আই সকলেই মাঠে নেমেছেন করোনা মোকাবেলয়। করোনা সতর্কতায় উপজেলার থানা ও ফারির সকল প্রশাসন তৎপর রয়েছে। তারা ছুটে বেড়াচ্ছেন মাঠে-ময়দানে গ্রামের অলিতে গলিতে। এদিকে উপজোলার গুড়পাড়া ফারির ইনচার্জ অসহায় সাধারন মানুষকে বুঝিয়ে বাড়ি থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে গ্রামের মানুষগুলো কিভাবে বেঁচে থাকবেন তার পরামর্শ দিচ্ছেন।
প্রশাসনের সাথে কথা বল্লে তারা সাধারন মানুষের উদ্যেশে বলেন,দয়া করে আপনারা শুধু সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। সব সময় পরিষ্কার থাকুন । বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে বের হবেন না, দয়া করে ঘরে থাকুন, নিজের পরিবারের, সমাজের ও দেশের মানুষের স্বার্থে। করোনা সচেতোনতায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে আনছান বাহিনির সদস্য রাও।
প্রশাসনের সাথে কথা বল্লে তারা সাধারন মানুষের উদ্যেশে বলেন,দয়া করে আপনারা শুধু সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। সব সময় পরিষ্কার থাকুন । বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে বের হবেন না, দয়া করে ঘরে থাকুন, নিজের পরিবারের, সমাজের ও দেশের মানুষের স্বার্থে। করোনা সচেতোনতায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে আনছান বাহিনির সদস্য রাও।
No comments