ঝিনাইদহে ন্যায্য মূলে টিসিবির পণ্য বিক্রি শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমদিত টিসিবির ডিলার মেসার্স জয় এন্টাপ্রাইজের মালিক ওয়াজেদ আলী জানান সরকার নির্ধারীত ন্যায্য মূল্যে শুরু হয়েছে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রি। প্রতিদিন শহরের পায়রা চত্বর, পোষ্ট অফিস মোড়, পুরাতন ডিসি কোট এলাকাসহ গুরুত্ব পূর্ন স্থানে মশুর ডাল, চিনি, ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। টিসিবির এ পণ্য-সামগ্রী বিক্রি চলমান থাকবে বলেও তিনি আরো জানান।
No comments