ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বাড়িতে বাড়িয়ে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলার গোপিনাথপুরসহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে হাসনারা পারুল বানু অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ। ৪ কেজি চাল, ১ কেজি আলু, সাবান ও মাস্ক নিয়ে বিদ্যালয়টির শিক্ষকরা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা ভাইরাস প্রতিরোধে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শও দেওয়া হয়। এসময় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী, প্রধান শিক্ষক জাহিদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মোদাচ্ছের হোসেন মিঠু, মাহমুদ আল হাসান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগকালীন সময়ে এ সহযোগিতা পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষগুলো।
No comments