ঝিনাইদহে হাত ধুয়ে অফিসে প্রবেশের নোটিশ, সামনে বসানো হয়েছে বেসিন

ঝিনাইদহ প্রতিনিধি-
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের সিও সংস্থাসহ প্রতিটি দপ্তরে হাত ধুয়ে প্রবেশের নোটিশ দেওয়া হয়েছে। সেই সাথে অফিসের সামনে হাত ধোয়ার জন্য বসানো হয়েছে বেসিন, রাখা হয়েছে সাবান, হ্যান্ড ওয়াশ, হেক্সিসল হ্যান্ড রাব ও স্যাভলোন। অফিসে প্রবেশের পূর্বে সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা নির্ধারিত স্থান থেকে হাত ধুয়ে অফিসে প্রবেশ করার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋন )কর্মসূচী মোঃ ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলাসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা।

No comments

Powered by Blogger.