করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে নিম্ন  আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে শহরের চাকলাপাড়া এলাকায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সিও কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই এলাকার দুই শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল,আলু, পেয়াজ ও রসুন বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।






No comments

Powered by Blogger.