শৈলকুপায় করোনার লক্ষন থাকায় ঢাকায় পাঠানো হলো যুবককে

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্তের লক্ষন থাকায় এক যুবককে পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা পাঠানো হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, গত ১৪ মার্চ ওই ঢাকা থেকে বাড়িতে এসেছে। কয়েকদিন আগে থেকে সে ঠান্ডা কাশিতে ভুগ ছিল। সোমবারর প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। করোনার আক্রান্তের আরও কয়েকটি লক্ষন থাকায় পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গেছে ওই যুবক একজন চীনা নাগরিকের সাথে ছিলেন।

No comments

Powered by Blogger.