মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক গ্রহন করেন কোটচাঁদপুরের কৃতি সন্তান জান্নাতুল আজমী জিনিয়া
স্টাফ রিপোর্টার-
জান্নাতুল আজমী জিনিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য ও সম্মানিত প্রধান শিক্ষক ও সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমানের বড় মেয়ে ।
জিনিয়া আজমী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের " বিজ্ঞান ফ্যাকাল্টির" গনিত বিভাগের মেধাবী ছাএী ও এই ফ্যাকাল্টি হতে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় "প্রধানমন্ত্রী
জান্নাতুল আজমী জিনিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য ও সম্মানিত প্রধান শিক্ষক ও সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমানের বড় মেয়ে ।
জিনিয়া আজমী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের " বিজ্ঞান ফ্যাকাল্টির" গনিত বিভাগের মেধাবী ছাএী ও এই ফ্যাকাল্টি হতে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় "প্রধানমন্ত্রী
স্বর্ণপদক" সম্মাননা পেয়েছে। জিনিয়া আজমীরের পরিবারের পক্ষ হতে সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন তার পিতা।
No comments