ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে শীতার্ত ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অংকুর নাট্য একাডেমীর কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও অংকুরের আজীবন সদস্য জয়নুল আবেদিন, এ্যাডঃ বিকাশ কুমার ঘোষ, আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিববাদি মিন্টু, সাংবাদিক ফয়সাল আহমেদ, জেসমিন আরা পপি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। পরে অসহায় দুঃস্থ শীতার্থ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.