ঝিনাইদহে পুলিশের বাঁধায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী। বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী বের করার প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের র‌্যালীতে বাঁধা দেয়। সেখান থেকে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদের বাসভবনে নেতা কর্মীরা জড়ো হলে সেখানেও ধাওয়া করে পুলিশ। বাসভবনে ঢুকে বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঠিপিটা ও কিছু চেয়ার ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাদের।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ বলেন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপুর্ন কর্মসূচী পালন করতে চেয়েছিল। কিন্তু এই শান্তিপুর্ণ কর্মসূচীতে বাঁধা দিয়েছে পুলিশ। এছাড়াও চেয়ার ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

No comments

Powered by Blogger.