গ্রাম সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন কাঙাল হরিনাথ
তরিকুল ইসলাম , ইবিঃ
কুমারখালী উপজেলা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি অন্যতম উপজেলা ও পৌরসভা ৷ ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ এই উপজেলায় রয়েছে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর, রবীন্দ্র কুঠিবাড়ী, লালন সাঁইজির আখড়া, সৈয়দ মীর মোশাররফ হোসেনের বাস্তূভিটাসহ উল্লেখযোগ্য শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান ৷
১২ নভেম্বর, ২০১৯ ইং ৷ আমাদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ঐ দিন বেলা ১০ টায় কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে একত্রিত হই ৷ বেলা ১০:৪৫ টার আন্তঃনগর ট্রেন ধরে রওয়ানা দিলাম কুমারখালী শহরে ৷ বেলা ১১:১০ টায় আমরা কুমারখালী স্টেশনে নেমে শহরের আদ্যপান্ত ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম ৷ সিদ্ধান্ত মোতাবেক প্রথমেই গেলাম গ্রাম সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর পরিদর্শনে ৷ এরপর শহরের সরকারি তাঁত শিল্প, বুলবুল টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিঃ, কবিগুরুর স্মৃতিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ৷
কুষ্টিয়া জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরবর্তী কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী কুণ্ডু পাড়ায় অবস্থিত এই জাদুঘর ৷ প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকতেই সম্মুখে দেখা মিলবে গ্রাম সাংবাদিকার অন্যতম পথিকৃৎ কাঙাল হরিনাথ স্মৃতি ভাস্কর্য ৷ আর আঙিনায় দাঁড়িয়ে লাল ইট ও মোজাইক টাইলসের কারুকার্যে নির্মিত ভবনটি দেখতেও ভারী চমৎকার ৷ নতুন প্রজম্মের কাছে কাঙাল হরিনাথের স্মৃতি তুলে ধরতে ২০১৭ ইং সালের ৫ ডিসেম্বর জাদুঘর নির্মাণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৷ ভবনটির নিচে ১০০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষ ৷
জাদুঘরের দ্বিতীয় তলার দেয়ালে স্থাপন করা অ্যালবামে শোভা পাচ্ছে কাঙাল হরিনাথ ও তাঁর স্ত্রী, লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেনের ছবি ৷ একই সঙ্গে হরিনাথ সম্পাদিত পত্রিকা "গ্রামবার্তা প্রকাশিকা" মুদ্রণকার্যে ব্যবহৃত কাঠের ব্লক ও বিভিন্ন যন্ত্রপাতিসহ ১৬৮ টি নিদর্শন ও ৬৭ টি ছবি ৷ ভবনের উত্তর পার্শ্বে রয়েছে প্রায় ৪০০ বই সমৃদ্ধ একটি গ্রন্থাগার ৷ প্রতি বৃহঃবার সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ রাখা হয় এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হয় ৷ দেশীয় পর্যটকদের জন্য ১০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা এবং বিদেশী পর্যটকদের জন্য ৫০০ টাকা প্রবেশ মূল্য নির্ধারিত আছে ৷
গ্রামের সাধারণ মানুষদের উন্নতির জন্য এবং ইংরেজদের শোষণ নিপীড়ন হতে রক্ষার জন্য কাঙাল হরিনাথ আজীবন সংগ্রাম করেছেন । তিনি ১৮৩৩ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৮৯৬ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন । ১৮৭৩ সালে কাঙাল হরিনাথ নিজ বাড়ির এম.এন প্রেসে মথুরনাথ মুদ্রণযন্ত্র স্থাপন করেন যা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে ৷ এছাড়াও বাহারী ফুলের বাগানে সুশোভিত ভবনটির ভেতরে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে দেড়শ বছর পুরানো ছাপানো পত্রিকা, লেখা, কবিতা ও ছবিসহ নানা স্মৃতি চিহ্ন ৷
কুমারখালী উপজেলা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি অন্যতম উপজেলা ও পৌরসভা ৷ ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ এই উপজেলায় রয়েছে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর, রবীন্দ্র কুঠিবাড়ী, লালন সাঁইজির আখড়া, সৈয়দ মীর মোশাররফ হোসেনের বাস্তূভিটাসহ উল্লেখযোগ্য শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান ৷
১২ নভেম্বর, ২০১৯ ইং ৷ আমাদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ঐ দিন বেলা ১০ টায় কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে একত্রিত হই ৷ বেলা ১০:৪৫ টার আন্তঃনগর ট্রেন ধরে রওয়ানা দিলাম কুমারখালী শহরে ৷ বেলা ১১:১০ টায় আমরা কুমারখালী স্টেশনে নেমে শহরের আদ্যপান্ত ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম ৷ সিদ্ধান্ত মোতাবেক প্রথমেই গেলাম গ্রাম সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর পরিদর্শনে ৷ এরপর শহরের সরকারি তাঁত শিল্প, বুলবুল টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিঃ, কবিগুরুর স্মৃতিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ৷
কুষ্টিয়া জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরবর্তী কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী কুণ্ডু পাড়ায় অবস্থিত এই জাদুঘর ৷ প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকতেই সম্মুখে দেখা মিলবে গ্রাম সাংবাদিকার অন্যতম পথিকৃৎ কাঙাল হরিনাথ স্মৃতি ভাস্কর্য ৷ আর আঙিনায় দাঁড়িয়ে লাল ইট ও মোজাইক টাইলসের কারুকার্যে নির্মিত ভবনটি দেখতেও ভারী চমৎকার ৷ নতুন প্রজম্মের কাছে কাঙাল হরিনাথের স্মৃতি তুলে ধরতে ২০১৭ ইং সালের ৫ ডিসেম্বর জাদুঘর নির্মাণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৷ ভবনটির নিচে ১০০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষ ৷
জাদুঘরের দ্বিতীয় তলার দেয়ালে স্থাপন করা অ্যালবামে শোভা পাচ্ছে কাঙাল হরিনাথ ও তাঁর স্ত্রী, লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেনের ছবি ৷ একই সঙ্গে হরিনাথ সম্পাদিত পত্রিকা "গ্রামবার্তা প্রকাশিকা" মুদ্রণকার্যে ব্যবহৃত কাঠের ব্লক ও বিভিন্ন যন্ত্রপাতিসহ ১৬৮ টি নিদর্শন ও ৬৭ টি ছবি ৷ ভবনের উত্তর পার্শ্বে রয়েছে প্রায় ৪০০ বই সমৃদ্ধ একটি গ্রন্থাগার ৷ প্রতি বৃহঃবার সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ রাখা হয় এবং শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হয় ৷ দেশীয় পর্যটকদের জন্য ১০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা এবং বিদেশী পর্যটকদের জন্য ৫০০ টাকা প্রবেশ মূল্য নির্ধারিত আছে ৷
গ্রামের সাধারণ মানুষদের উন্নতির জন্য এবং ইংরেজদের শোষণ নিপীড়ন হতে রক্ষার জন্য কাঙাল হরিনাথ আজীবন সংগ্রাম করেছেন । তিনি ১৮৩৩ সালের ২০ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৮৯৬ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন । ১৮৭৩ সালে কাঙাল হরিনাথ নিজ বাড়ির এম.এন প্রেসে মথুরনাথ মুদ্রণযন্ত্র স্থাপন করেন যা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে ৷ এছাড়াও বাহারী ফুলের বাগানে সুশোভিত ভবনটির ভেতরে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে দেড়শ বছর পুরানো ছাপানো পত্রিকা, লেখা, কবিতা ও ছবিসহ নানা স্মৃতি চিহ্ন ৷
No comments