ইবিতে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত
তরিকুল ইসলাম, ইবিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি ও গবেষণা মতামত বিনিময়ের লক্ষ্যে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার সকালে বিজ্ঞান অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে ইনোভেটিভ লেকচার প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লেরিডাতে পোষ্টডক্টরাল রিসার্চ এসোসিয়েট হিসেবে কর্মরত ড. মোঃ আব্দুল হালিম ড. মোঃ আব্দুল হালিম তাঁর কর্মস্থল থেকে সকাল ৯ হতে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী মিয়াওয়ারলেস পাওয়ার ট্রান্সফার: ইলোট্রো- ডাইনামিকালি কাপল্ড রিসিভার বিষয়ে তাঁর গবেষণা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন । লেকচার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের আইওটি ইনোভেশন ল্যাব প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির । অনুষ্ঠানটি বিডিরেন ও আইসিটি সেল এর সহযোগিতায় আইওটি ইনোভেশন ল্যাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। লেকচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ নজিবুল হক, ইসিও ড. মোহাম্মদ মামুন, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মানজারুল আলম, সিএসই বিভাগের প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামান, আইসিই বিভাগের প্রফেসর ড. শরিফুল ইসলাম, ইইই বিভাগের প্রফেসর ড. শাহজাহান আলী, প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হকসহ ইইই, সিএসই ও আইসিই বিভাগের শিক্ষক, ল্যাব কর্মকর্তাবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ।
No comments