কালীগঞ্জে হাইডোলিক হর্ণ ও এলইডি লাইট নিধোন অভিযান

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে হাইডোলিক হর্ণ ও এলইডি লাইট নিধোন অভিযান শুরু হয়েছে। রোববার সকালে শহরের নিমতলা বাসষ্টান্ড এই অভিযান পরিচালনা করেন, টিআই কাজী হাসানুজ্জামান। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সারা দেশ ব্যাপী অভিযানের অংশ হিসাবে ছোট বড় যানবহনের বিপুল পরিমান হাইডোলিক হর্ণ ও এলইডি লাইট খুলে ফেলা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়, এসময় আরো উপস্থিত ছিলেন, টিআই খোন্দকার কামাল, সার্জেন্ট ইমরান প্রমূখ।

No comments

Powered by Blogger.