কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর এলাকায় আলমসাধুর ধাক্কায় আদনান নামের (৩) বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে কালিগঞ্জ উপজেলার তত্তিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু আদনান দাদার সাথে মাঠ থেকে বাড়ি ফিরছিল। নিহত আদনান কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ।
কালীগঞ্জ থানার তত্তিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) শামসুল আলম জানান, কালিগঞ্জ শহর থেকে রড বোঝাই একটি আলমসাধু তত্তিপুরের দিকে যাচ্ছিল। পথে মোস্তবাপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আদনানকে সজোরে ধাকা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর এলাকায় আলমসাধুর ধাক্কায় আদনান নামের (৩) বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে কালিগঞ্জ উপজেলার তত্তিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু আদনান দাদার সাথে মাঠ থেকে বাড়ি ফিরছিল। নিহত আদনান কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ।
কালীগঞ্জ থানার তত্তিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) শামসুল আলম জানান, কালিগঞ্জ শহর থেকে রড বোঝাই একটি আলমসাধু তত্তিপুরের দিকে যাচ্ছিল। পথে মোস্তবাপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আদনানকে সজোরে ধাকা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করেছে পুলিশ।
No comments