কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত আজিজুল ৫ দিন পর মারা গেলেন
স্টাফ রিপোর্টার-
কালীগঞ্জে সড়কে মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত আজিজুল ইসলাম (৩০) ৫ দিন পর মারা গেছেন। দূর্ঘটনায় আহত হবার পর ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সে মারা যায়। নিহত আজিজুল কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, কালীগঞ্জ থেকে মটর সাইকেল যোগে গত শনিবার রাতে আজিজুল ও তার বন্ধু কোটচাদপুরে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাদপুরের এলাঙ্গি বাজারে পৌছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মটরসাইকেলে থাকা ৪ জনই মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আজিজুলকে প্রথমে যশোর ও পরদিন ঢাকাতে রেফার্ড করা হয়। ৫ দিন ঢাকার শাহাবুদ্দিন মেডিকেলের আইসিও তে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সে মারা যায়।
No comments