ঝিনাইদহে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর স্বরণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা ব্র্যাকের আয়োজনে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়কারী রোকেয়া বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ আব্দুল লতিফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মামুন অর রশীদ তালুকদার, (এম সি ডিপি) আশরাফুল আলম, (প্রগতি) দেবাশীষ ঘোষ, জেলা সমন্বয়কারী আবু সাঈদ, হিসাব ব্যবস্থাপক আব্দুল আজিজ, মানব সম্পদ বিভাগের রোকনুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই স্যার ফজলে হাসান আবেদ’র স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে ব্র্যাকের প্রতিনিধিরা স্যার ফজলে হাসান আবেদের সকল কর্মকান্ড বুকে লালন করে সততার সাথে প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে নিতে শপথ বাক্য পাঠ করেন। তিনি ১৯৩৬ সালে ২৭ এপ্রিল সিলেট জেলার হবিগঞ্জের বানিয়া চংয়ে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৯ সালের ২০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
No comments