ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাড. বিকাশ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ নাজমুল আলম বাকি, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম সংগ্রাম। অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সকল সদস্য ও ৬ উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে গত ৪ বছরের আয়-ব্যায়ের হিসাব উত্থাপন করা হয়। আলোচনা সভায়, ঝিনাইদহের ফুটবলের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলকে একসাথে করার করার আহ্বান জানান বক্তারা।

No comments

Powered by Blogger.