বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আল-আমিনকে হত্যা সংবাদ সম্মেলনে পরিবারের দাবি
স্টাফ রির্পোটার-
ভাইজির সাথে বিয়ের প্রস্তাবে প্রত্যাখান করার জের ধরে আমার ভাইপো আল-আমিনকে হত্যা করেছে আড়পাড়ার মশিউর রহমান ডাবলুর ছেলে সাব্বির ও আব্দুস সামাদ মিলটনের ছেলে হৃদয় । মঙ্গলবার বিকালে আল-আমিন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নিহতের চাচা ফারুক হোসেন এই দাবি করেন। তিনি বলেন, আমার ভাইজির সাথে শহরের আড়পাড়ার মশিউর রহমান ডাবলুর ছেলে সাব্বির বিয়ের প্রস্তাব দেয়। তাতে পরিবারের কেউ রাজি না হওয়ায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়। এজের ধওে আমার ভাইপোকে ওরা হত্যা করে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নতুন বাজারের সামনে সাওতুল হেরা হাফেজুল কুরআন মাদ্রাসায় সংবাদ সম্মেলন আযোজন করে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আল-আমিনের পিতা আব্দুর রাজ্জাক। নিতহের পিতা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের আল-আমিনের দাদা আনোয়ার হোসেন, চাচা ফারুক হোসেন ও হাফিজুর রহমান।
উল্লেখ্য কালীগঞ্জ শহরের আড়পাড়াস্থ বিশ^াসপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের একমাত্র পুত্র ও শহরের সাওতুল হেরা তাহইফজুল মাদ্রাসার ছাত্র আল-আমিন গত ৩০ নভেম্বর রাত ৮ টার পর নিখোঁজ হয়। সে সময় সে পাশ^বর্তী আলহাজ আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্চিল। এরপর থেকে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। ৪ ডিসেম্বর বেলা ১১ টার দিকে তার বাড়ি থেকে আনুমানিক ৫ শত গজ দূরে একটি কলার ক্ষেতের মধ্যে গলাকাটা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় ৫ ডিসেম্বও নিহত আল-আমিনের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে অজ্ঞাত নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভাইজির সাথে বিয়ের প্রস্তাবে প্রত্যাখান করার জের ধরে আমার ভাইপো আল-আমিনকে হত্যা করেছে আড়পাড়ার মশিউর রহমান ডাবলুর ছেলে সাব্বির ও আব্দুস সামাদ মিলটনের ছেলে হৃদয় । মঙ্গলবার বিকালে আল-আমিন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নিহতের চাচা ফারুক হোসেন এই দাবি করেন। তিনি বলেন, আমার ভাইজির সাথে শহরের আড়পাড়ার মশিউর রহমান ডাবলুর ছেলে সাব্বির বিয়ের প্রস্তাব দেয়। তাতে পরিবারের কেউ রাজি না হওয়ায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়। এজের ধওে আমার ভাইপোকে ওরা হত্যা করে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নতুন বাজারের সামনে সাওতুল হেরা হাফেজুল কুরআন মাদ্রাসায় সংবাদ সম্মেলন আযোজন করে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আল-আমিনের পিতা আব্দুর রাজ্জাক। নিতহের পিতা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের আল-আমিনের দাদা আনোয়ার হোসেন, চাচা ফারুক হোসেন ও হাফিজুর রহমান।
উল্লেখ্য কালীগঞ্জ শহরের আড়পাড়াস্থ বিশ^াসপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের একমাত্র পুত্র ও শহরের সাওতুল হেরা তাহইফজুল মাদ্রাসার ছাত্র আল-আমিন গত ৩০ নভেম্বর রাত ৮ টার পর নিখোঁজ হয়। সে সময় সে পাশ^বর্তী আলহাজ আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্চিল। এরপর থেকে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। ৪ ডিসেম্বর বেলা ১১ টার দিকে তার বাড়ি থেকে আনুমানিক ৫ শত গজ দূরে একটি কলার ক্ষেতের মধ্যে গলাকাটা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় ৫ ডিসেম্বও নিহত আল-আমিনের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে অজ্ঞাত নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
No comments