ঝিনাইদহে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শুরু হয়েছে ৪৫ টাকা দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি। সোমবার শহরের পায়রাচত্বরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র তত্বাবধানে খোলাবাজারে বিক্রি শুরু করেছে মেসার্স জয় এন্টারপ্রাইজ। পেঁয়াজ বিক্রি শুরু হতেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। পড়ে যায় দীর্ঘ লাইন। প্রতিজন এক কেজি করে মিশরীয় পেঁয়াজ নিয়ে আনন্দে ঘরে ফিরেছেন। দুপুর গড়িয়ে যেতেই ভিড় বেড়েছিল আরও কয়েক গুণ।ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে আসা বশির উদ্দিন বলেন, সকালে শহরে একটি কাজে এসেছিলাম। ৪৫ টাকায় ১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনলাম।
শহরের চাকলাপাড়া এলাকার শাহ আলম বলেন, ৪৫ টাকা এক কেজি মিশরীয় পেঁয়াজ দেওয়া হচ্ছে। ছোট হোক বা বড় হোক পেঁয়াজ তো। এদিকে ক্রেতাদের সামাল দিতে সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
No comments