জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা স্মারক পেলেন কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার-
আইনশৃংখলা বিশেষ অবদান রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা : মাহফুজুর রহমান মিয়াকে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানায় যোগদানের পর মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ডাকাত গ্রেফতার, চোর গ্রেফতার, চোরাই মালা-মাল উদ্ধারসহ সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য রোববার ঝিনাইদহ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়াকে শ্রেষ্ঠ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জেলা পুলিশ সুপার হাসাসুজ্জামান (পিপিএম বার) এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদি (সদর) এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (সদর সার্কেল), জেলার ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তিনি ঢাকা কলেজ থেকে ফিলোসফিতে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন  করে ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলায়।












No comments

Powered by Blogger.