কালীগঞ্জে নান্টু দাস নামে এক রিক্সা চালক ১৫দিন ধরে নিখোঁজ , বিপাকে পরিবার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে নান্টু কুমার দাস নামে এক রিক্সা চালক রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। ১৫দিন হলো তার কোন খোঁজ নেই। নান্টু কুমার দাস শহরের নিশ্চিন্তপুর গ্রামের অধির কুমার দাসের ছেলে। নিখোঁজের ৪দিন পর ১১ ডিসেম্বর তার ভাই নিপেন দাস কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। জিডি নম্বর ৫৪৮/১৯।
ডায়েরীতে উল্লেখ করেন, গত ৭ ডিসেম্বর বিকালে কাউকে কোন কিছু না বলিয়া কালীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ১১টা পর্যন্ত বাড়িতে না আসায় পরিবারের লোক তাকে খোঁজা খুজি করতে থাকি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নান্টুর স্ত্রী কাঞ্চন দাস , দুই ছেলে দিপ দাস ও দেব দাস কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে এখন বসবাস করছেন। কালীগঞ্জ শহরে রিক্সা চালিয়ে উপার্জিত আয়ে চলতো চারজনের ছোট্ট সংসার। এখন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দির্ঘদিন নিখোঁজ থাকায় দুই ছেলে নিয়ে মা কাঞ্চন দাস মানবেতর জীবন যাবন করছেন।
ঝিনাইদহের কালীগঞ্জে নান্টু কুমার দাস নামে এক রিক্সা চালক রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। ১৫দিন হলো তার কোন খোঁজ নেই। নান্টু কুমার দাস শহরের নিশ্চিন্তপুর গ্রামের অধির কুমার দাসের ছেলে। নিখোঁজের ৪দিন পর ১১ ডিসেম্বর তার ভাই নিপেন দাস কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। জিডি নম্বর ৫৪৮/১৯।
ডায়েরীতে উল্লেখ করেন, গত ৭ ডিসেম্বর বিকালে কাউকে কোন কিছু না বলিয়া কালীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ১১টা পর্যন্ত বাড়িতে না আসায় পরিবারের লোক তাকে খোঁজা খুজি করতে থাকি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নান্টুর স্ত্রী কাঞ্চন দাস , দুই ছেলে দিপ দাস ও দেব দাস কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে এখন বসবাস করছেন। কালীগঞ্জ শহরে রিক্সা চালিয়ে উপার্জিত আয়ে চলতো চারজনের ছোট্ট সংসার। এখন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দির্ঘদিন নিখোঁজ থাকায় দুই ছেলে নিয়ে মা কাঞ্চন দাস মানবেতর জীবন যাবন করছেন।
No comments