ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলা শুরু হয়। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। পরে মেলা চত্বরে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর গ্রহণ করা হয়। এছাড়াও প্রদর্শণ করা হচ্ছে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার সরকারি ও বেসরকারি ২৮ টি দপ্তরের স্টল প্রদর্শন করা হয়। এসময় তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

No comments

Powered by Blogger.