শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে আলো’র মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে আলো’র মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ অন্যানার উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। আরো বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমূখ।

No comments

Powered by Blogger.