লাঠি আর হাতের নিশানায় পানি থেকে শাক তুলে বিক্রি করে খাবার জোটান অন্ধ সন্তোষ কুমার

-
স্টাফ রিপোর্টার-৬০ বছর বয়সের সন্তোষ কুমার লাঠি হাতে নিয়ে পানিতে নেমেছেন। দু’টি চোখ অন্ধ এই মানুষটি পানি থেকে হাতড়ে কলমিশাক তুলছেন। এগুলো বিক্রি হলে তার খাবার জুটবে। প্রতিদিন এভাবে কলমি তুলে জীবন চলে সন্তোষ কুমারের। মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রাচীর সংলঘœ একটি গর্তে তাকে এই শাক তুলতে দেখা যায়।
সন্তোষ কুমার জানান, কলমি তুলে বিক্রি করবেন, আর এ থেকে ৪০ থেকে ৫০ টাকা আয় হবে। এটা দিয়েই তার দুপুর ও রাতের খাবার হবে। সকালে শুধু বিস্কুট আর চা খেয়ে পার করেন। পরের দিন আবার একই নিয়মে তার আহার জুটবে। তার বক্তব্য কারো কাছে হাত পাততে পারেন না, তাই অন্ধ হয়েও কষ্ট করে মহাসড়ক পেরিয়ে কলেজ এলাকার ডোবাগুলোতে নামেন। সেখান থেকে কলমি তুলে বিক্রি করেন। 
সন্তোষ কুমার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের মৃত রামরুপ বিশ্বাসের পুত্র। তিনি বলেন এক সময় তার কাজ করার ক্ষমতা ছিল। অন্যের জমিতে কাজ করলেও সংসার ভালোই চলতো। এখন আর গ্রামে কিছুই নেই। ছেলের চিকিৎসায় ভিটাবাড়িও বিক্রি হয়ে গেছে। তিনি আরো জানান, তার প্রথম স্ত্রী শেফালী বিশ্বাস অভাবের কারনে তাকে ছেড়ে চলে গেছে। এরপর দ্বিতীয় বিয়ে করেন। সেই স্ত্রীও একই কারনে তার কাছে থাকেন না। স্ত্রী কল্পনা বিশ^াস কালীগঞ্জ শহরে একটি হোটেলে থালা-বাটি পরিষ্কারের কাজ করেন। স্বামী সন্তোষ কুমারের দাবি তার কোনো খোজ তিনি রাখেন না। আর বড় ছেলে সঞ্জয় কুমার বিশ্বাসকে সন্ত্রাসীরা হত্যা করেছে। ছোট ছেলে সুমন বিশ্বাস অসুস্থ হয়ে মারা গেছে। ভীটাবাড়ি যা ছিল ছেলের চিকিৎসার সময় বিক্রি হয়ে গেছে। তাদের একমাত্র মেয়ে শ্যামলী বিশ্বাসকে বিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি অসহায় অবস্থায় কালীগঞ্জ শহরে নদীপাড়ায় অন্যের জায়গায় বসবাস করেন। স্ত্রী কল্পনা বিশ্বাস বোনকে নিয়ে বসবাস করেন।
সন্তোষ কুমার আরো জানান, বেশ কয়েক বছর হলো তিনি দু’টি চোখে দেখতে পারেন না। এ জন্য ঠিকমতো কাজও করতে পারেন না। সকালে বের হন দুপুরের খাবার খেয়ে বাড়িতে ফেরেন। অনেক দিন রাতের খাবার হয়, আবার অনেক দিন হয় না। সন্তোষ কুমারের ভাষায় অন্য কোনো কাজ করতে না পেরে তিনি এই কলমি তুলে বিক্রি করার কাজ বেছে নিয়েছেন। নদীপাড়ার বাসা থেকে বের হয়ে লাঠির নিশানায় ঢাকা-খুলনা মহাসড়ক ধরে নিমতলা বাসষ্টান্ড পেরিয়ে কলেজমোড় এলাকায় চলে যান। সেখানে বেশ কয়েকটি ডোবা রয়েছে। এই ডোবায় কলমি শাক পাওয়া যায়। তিনি সেগুলো হাতড়ে হাতড়ে উঠান। এরপর কলমি লতা দিয়েই আটি তৈরী করেন। এরপর মাথায় নিয়ে লাঠির নিশানায় নিমতলা এলাকায় যান। সেখানে তার কিছু নিয়মিত খরির্দ্দার রয়েছে, যারা এগুলো ক্রয় করেন। এর থেকে যে টাকা আয় হয় তিনি তা দিয়ে দুপুরের খাবার খান। টাকা একটু বেশি হলে রাতের জন্য রুটি কিনে বাসায় ফেরেন। আবার অনেক দিন রাতের খাবার নেওয়া সম্ভব হয় না। এভাবে কাটে তার প্রতিটি দিন।
এ বিষয়ে কালীগঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা লিয়াকত আলী খাঁন জানান, তিনি প্রায়ই দেখেন অন্ধ মানুষটি তাদের এলাকার ডোবাগুলোতে কলমি তুলছেন। পানির মধ্যে হাতড়াতে দেখে খারাপ লাগে। তিনি অসহায় হয়ে পড়ায় এভাবে কষ্ট করে জীবন কাটাতে হচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রাণী সাহা জানান, এ জাতীয় মানুষের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচি রয়েছে। তিনি যোগাযোগ করলে এই কর্মসুচির মাধ্যমে যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করা হবে।

No comments

Powered by Blogger.