কালীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও কানটুপি রিতরণ
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য , হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও কানটুপি রিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কোঁটচাদপুর রোডস্থ হোন্ডা সো-রুমের দোতালায় কম্বল ও কানটুপি রিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পিআইও কর্মকর্তা আব্দুল্ল হেল আল-মামুন, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক রেজভী নেওয়াজ খাঁন, এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর রাঙ্গা মিয়া, এলাকা ব্যবস্থাপক নুরুজ্জামান , ইউপি চেয়ারম্যান (নারিকেল বাড়িয়া) পারভেজ মাসুদ লিল্টন, বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা আসলাম আলী ভ’ইয়া প্রমূখ। এসময় কালীগঞ্জ, বারবাজার ও নারিকেল বাড়িয়া শাখায় ৪ শতজন দুস্থ্য , হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও কানটুপি রিতরণ করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য , হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও কানটুপি রিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কোঁটচাদপুর রোডস্থ হোন্ডা সো-রুমের দোতালায় কম্বল ও কানটুপি রিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পিআইও কর্মকর্তা আব্দুল্ল হেল আল-মামুন, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক রেজভী নেওয়াজ খাঁন, এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর রাঙ্গা মিয়া, এলাকা ব্যবস্থাপক নুরুজ্জামান , ইউপি চেয়ারম্যান (নারিকেল বাড়িয়া) পারভেজ মাসুদ লিল্টন, বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা আসলাম আলী ভ’ইয়া প্রমূখ। এসময় কালীগঞ্জ, বারবাজার ও নারিকেল বাড়িয়া শাখায় ৪ শতজন দুস্থ্য , হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও কানটুপি রিতরণ করা হয়।
No comments