আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কালীগঞ্জে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার-
আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৯ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে দূনৃীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসষ্টান্ডে এক মানববন্ধন করে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে অনুষ্টিত আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। সভাতে বিশেষ অতিথি ছিলেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও প্রানী স¤পদ কর্মকর্তা ডাঃ এএসএম আতিকুজ্জামান প্রমূখ। বক্তারা বলেন, সরকারের একার পক্ষে দেশকে দূর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এজন্য দূর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সন্মিলিত প্রচেষ্টায় আমরা একটি দূর্নীতিমুক্ত দেশ গড়তে পারব। এসময় দূর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সদস্য সচিব ও সাংবাদিক আজাদ রহমান, সদস্য সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সদস্য সাংবাদিক জামির হোসেন, সাংবাদিক শাহাজান আলী সাজু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।



No comments

Powered by Blogger.