মহেশপুরে গ্রাম পুলিশকে মারধর মামলায় ইউপি সচিব ও মেম্বরের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন নামের এক গ্রামপুলিশকে মারধর করা মামলায় ওই ইউনিয়নের সচিব ও এক সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
দন্ডিতরা হলো-বাঁশবাড়িয়া ইউনিয়নের সচিব ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে ইউপি সদস্য হাবিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদের ডেকে এনে বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করে সচিব ও মেম্বর। এ ঘটনায় ওই মাসের ৮ তারিখে ২ জনকে আসামী করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই দুই জনকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদাণ করা হয়।

No comments

Powered by Blogger.