ইবিতে উদ্ভিদের উপর কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল ইনভেস্টিগেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তরিকুল ইসলাম , ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজার তত্ত্বাবধায়নে এম.ফিল ডিগ্রির অধীনে এবরোমা অগাস্টা নামক উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে রাসায়নিক ও জৈব ক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে বিভাগের সাবেক শিক্ষার্থী তহমিনা খন্দকার মিতু এই সেমিনারে তার প্রতিবেদন উপস্থাপন করেন ৷
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র প্রফেসর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম. আব্দুস সাত্তার , প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, প্রফেসর ড. গাজী আরিফুল ইসলাম খান, প্রফেসর ড. খোদেজা খাতুন, ড. আয়েশা আক্তার জামান, সহযোগী অধ্যাপক কামরুন্নাহার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ৷ এই সেমিনারে তহমিনা আক্তার মিতু তার গবেষণার প্রতিবেদন উপস্থাপনা করে পি.এইচ.ডি শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত হবেন ৷ উক্ত বিষয় সম্পর্কিত তার বেশ কিছু জার্নাল প্রকাশিত হয়েছে ৷
এবরোমা অগাস্টা নামক উদ্ভিদটি একটি ভেষজ জাতীয় উদ্ভিদ ৷ঔষধি গুনসম্পন্ন প্রায় ৫০০ উদ্ভিদের মধ্যে এটি অন্যতম ভেষজ উদ্ভিদ ৷ উদ্ভিদটি Malvales গোত্রের Plantee শ্রেণীভুক্ত, যার সাধারণ নামঃ Ulotkombol এবং বৈজ্ঞানিক নামঃ Abroma augusta . এটি এগ্রো কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়৷ এর মূল, পাতা ও বীজ এ প্রচুর পরিমাণে পুষ্টি, ফ্যাটি এসিড থাকে এবং বিভিন্ন ধরণের খাদ্য ও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ৷ এবরোমা অগাস্টা ভবিষ্যতে সিলভার ধাতুর ন্যানোপার্টিক্যাল হিসেবে ব্যবহৃত হওয়ার সমূহ সম্ভাবনা লক্ষ্য করা যায় ৷
উল্লেখ, তহমিনা আক্তার মিতু ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের বিএসসি (অনার্স) শিক্ষার্থী ছিলেন ৷ তিনি এই বিভাগ থেকেই কৃতিত্বের সাথে বি.এসসি(অনার্স) ও এম.এসসি পাশ করেন৷ এরপর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম.ফিল ডিগ্রীর জন্য ভর্তি হন এবং তা সম্পন্ন করেন ৷ বর্তমানে তিনি উত্তরা ফ্যাশন এন্ড ডিজাইন টেকনোলজি ইনস্টিটিউট এ লেকচারার হিসেবে কর্মরত আছেন ৷
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজার তত্ত্বাবধায়নে এম.ফিল ডিগ্রির অধীনে এবরোমা অগাস্টা নামক উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে রাসায়নিক ও জৈব ক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে বিভাগের সাবেক শিক্ষার্থী তহমিনা খন্দকার মিতু এই সেমিনারে তার প্রতিবেদন উপস্থাপন করেন ৷
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র প্রফেসর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম. আব্দুস সাত্তার , প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, প্রফেসর ড. গাজী আরিফুল ইসলাম খান, প্রফেসর ড. খোদেজা খাতুন, ড. আয়েশা আক্তার জামান, সহযোগী অধ্যাপক কামরুন্নাহার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ৷ এই সেমিনারে তহমিনা আক্তার মিতু তার গবেষণার প্রতিবেদন উপস্থাপনা করে পি.এইচ.ডি শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত হবেন ৷ উক্ত বিষয় সম্পর্কিত তার বেশ কিছু জার্নাল প্রকাশিত হয়েছে ৷
এবরোমা অগাস্টা নামক উদ্ভিদটি একটি ভেষজ জাতীয় উদ্ভিদ ৷ঔষধি গুনসম্পন্ন প্রায় ৫০০ উদ্ভিদের মধ্যে এটি অন্যতম ভেষজ উদ্ভিদ ৷ উদ্ভিদটি Malvales গোত্রের Plantee শ্রেণীভুক্ত, যার সাধারণ নামঃ Ulotkombol এবং বৈজ্ঞানিক নামঃ Abroma augusta . এটি এগ্রো কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়৷ এর মূল, পাতা ও বীজ এ প্রচুর পরিমাণে পুষ্টি, ফ্যাটি এসিড থাকে এবং বিভিন্ন ধরণের খাদ্য ও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ৷ এবরোমা অগাস্টা ভবিষ্যতে সিলভার ধাতুর ন্যানোপার্টিক্যাল হিসেবে ব্যবহৃত হওয়ার সমূহ সম্ভাবনা লক্ষ্য করা যায় ৷
উল্লেখ, তহমিনা আক্তার মিতু ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের বিএসসি (অনার্স) শিক্ষার্থী ছিলেন ৷ তিনি এই বিভাগ থেকেই কৃতিত্বের সাথে বি.এসসি(অনার্স) ও এম.এসসি পাশ করেন৷ এরপর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম.ফিল ডিগ্রীর জন্য ভর্তি হন এবং তা সম্পন্ন করেন ৷ বর্তমানে তিনি উত্তরা ফ্যাশন এন্ড ডিজাইন টেকনোলজি ইনস্টিটিউট এ লেকচারার হিসেবে কর্মরত আছেন ৷
No comments