ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক ৭
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সাত নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ নিয়ে গত ২০ দিনে ২৭৭ জনকে আটক করা হলো। শুক্রবার ভোরে মহেশপু উপজেলার খোসালপুর বিওপির ছাগলের মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, ভোরে খোসালপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুজন নারী। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। ৪/৫ মাস আগে তারা কাজের জন্য ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
No comments