শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
বিনামুল্যে স্বাস্থ্য সেবা, শিক্ষাবৃত্তি প্রদাণ, অসহায়দের সাহায্য, সামাজিক বনায়নসহ সমাজসেবার উদ্দেশ্যে নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতী গ্রামে যাত্রা শুরু করলো আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। এ উপলক্ষে ৪ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে এ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, নিত্যানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবর আলী বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ওই এলাকার ৪ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.