কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩ চাকুরীতে যোগদান করা হলো না তুহিনের
এম,শাহজাহান আলী সাজু-
চাকুরীতে যোগদান করা হলো না তুহিনের। ঢাকায় একটি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরীতে যোগদান করার উদ্যশ্যে বের হয়েই নিজ গ্রামে দূর্ঘটার কবলে পড়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ। শনিবার সন্ধা ৭টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পিরেজপুর কলাইতলা নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে আরো ১ জনের মৃত্যুসহ ৩ জন আহত হয়। স্থানীয়দের সয়তায় মারাত্বক আহত ৩জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলা পিরেজপুর গ্রামের রওশন আলীর ছেলে আসলাম(৫০), তুহিন (২৮) যশোেেরর ঝিকোরগাছা উপজেলার গদ খালি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। সে ছোট বেলা থেকে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে মামা সরোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করতেন। বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, যশোর থেকে একটি সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০০-৫৯) ঝিনাইদহ দিকে যাচ্ছিল। পথমধ্যে ঢাকা- খুলনা মহাসড়কের বারবাজার পিরেজপুর কলাইতলা এলাকায় ভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের উপর উলটে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তুহিন ও আসলামের মৃত্যু হয়। এসময় মারাত্ব অহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
No comments